*ঘরকে বরকতময় করতে প্লাগ ইন কুরআন।
ব্যবহার বিধি:
পাওয়ার অন পদ্ধতি
ডিভাইসটি কারেন্টের প্লাগের সাথে সংযুক্ত হওয়ার সাথে সাথে নিজে নিজেই অন হয়ে যাবে। তারপরে ৪ নাম্বার বাটনের ১-৭ নাম্বার অডিও বাজবে। যথাক্রমে সুরা বাকারাহ, রুক-ইয়া, সুরা ইয়াসীন, সুরা কাহাফ, সুরা, মুল্ক, সুরা, আর রাহমান ও দোয়া-ই কুনুত।
ডাবল প্রেস: আপনি যে অডিও টি শুনতেছেন সেটি ১০ বার রিপিট শোনতে চাইলে ৫টি বাটনের যে কোন একটি বাটনে ডাবল প্রেস করুন।
১ নাম্বার বাটন
শর্ট প্রেস: বার বার শর্ট প্রেস করলে ড্রিম লাইট এর আলো ৫টি লেভেলে কমবে ও বাড়বে। লং প্রেস: ১ নাম্বার বাটনের লং প্রেস-এ ১০টি সুরার মাশক আছে। প্রতিটা সুরা ২ জন ক্বারী পড়াবে। প্রতি ২ সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে একটার পর একটা সুরা বাজবে। এই ভাবে ১০টি সুরা শেষ হয়ে নিজে নিজে সম্পূর্ণ কুরআনের ১১৪ টি সুরা বাজবে।
২ নাম্বার বাটন
শর্ট প্রেস: বার বার শর্ট প্রেস করলে ৫টি লেভেলে সাউন্ড বাড়বে ও ৫টি লেভেলে সাউন্ড
কমতে কমতে অফ হয়ে যাবে।
লং প্রেস: ২ নাম্বার বাটনে ৪৩টি সুরা আছে। প্রতি ২ সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে সুরা দুহা থেকে নাস পর্যন্ত ক্বারী আহমাদ বিন | ইউসুফ আল আযহারী, ক্বারী নাজমুল হাসান ও ক্বারী এ কে এম ফিরোজ এর কন্ঠে সুমধুর তেলাওয়াত বাজবে। এই ভাবে সুরা দুহা থেকে নাস পর্যন্ত বাজার পর যদি অন্য কোন বাটনে প্রেস করা না হয় তাহলে নিজে নিজে সম্পূর্ণ কুরআনের ১১৪ টি সুরা বাজতে থাকবে।
৩ নাম্বার বাটন:
শর্ট প্রেস এই বাটনে ১২ টি অডিও আছে। প্রতি শর্ট প্রেস-এ একটি করে অডিও পরিবর্তন হবে। ৩ নাম্বার বাটনে শর্ট প্রেস করলে প্রতি শর্ট প্রেসে ৫ ওয়াক্ত ফরজ সালাত, ফরজ সালাতের পরের দোয়া সমুহ, সালাতুল বিতির, সালাতুত তাহাজ্জুদ, সালাতুজ জানাজাহ, ঈদ-উল ফিতর, ঈদ-উল আযহা, সালাতুত তারাবিহ, এর তাকবিরে তাহরিমা আল্লাহু আকবার থেকে সালাম ফিরানো পর্যন্ত শোনা যাবে। একের পর এক সব নামাজের অডিও বাজানো শেষ হওয়ার পরে যদি অন্য কোন বাটনে প্রেস করা না হয় তাহলে নিজে নিজে সম্পূর্ণ কুরআনের ১১৪ টি সুরা বাজবে। লং প্রেস: ৩ নাম্বার বাটনে লং প্রেস করে প্রতি ২
সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে একটার পর একটা অডিও পরিবর্তন হবে।
৪ নাম্বার বাটন
শর্ট প্রেস: এই বাটনে ৭টি অডিও আছে। প্রতিবার শর্ট প্রেস করলে একটি করে অডিও পরিবর্তন হবে। ১-৭ নাম্বার অডিও যথাক্রমে সুরা বাকারাহ্, রুক-ইয়া, সুরা ইয়াসীন, সুরা কাহাফ, সুরা মুল্ক, সুরা আর রাহমান, দোয়া বা দোয়াই-কুনুত বাজবে। পাশাপাশি সুরা নাবা থেকে সুরা নাস পর্যন্ত ৪০ টি সুরা বাংলা অনুবাদ সহ আছে। লং প্রেস প্রতি ২ সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে একটার পর একটা ১-৭ নাম্বার অডিও বাজতে থাকবে। যদি কোন বাটনে প্রেস করা না হয় তাহলে সম্পূর্ণ কুরআনের ১১৪ টি সুরা বাজবে।
৫ নাম্বার বাটন
শর্ট প্রেস: এই বাটনে সম্পূর্ণ কুরআনের ১১৪ টি সুরার অডিও আছে। প্রতিবার শর্ট প্রেস করলে একটি করে সুরা পরিবর্তন হবে।
লং প্রেস: প্রতি ২ সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে সম্পূর্ণ কুরআন বা ১১৪ টি সুরা
মিশআরী বিন রাশিদ আল আফাসীর কন্ঠে একটার পর একটা অডিও বাজতে থাকবে।