উপকারিতা:
· মাথার উকুন দূর করে ও খুশকি কমায়।
· স্বাস্থ্যকর চুল ও চুলের বৃদ্ধিতে সহায়তা করে।
· কালার করা চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
ব্যবহার বিধি :
এই পেস্টটি তৈরি করার জন্য ১ টেবিল চামচ আমলা পাউডারের সাথে ৪ টেবিল চামচ তরল যেমন দুধ, জল বা বাদাম এবং নারকেল তেল মিশিয়ে মাথার ত্বকে লাগান। লোকেরা আমলা পাউডার দিয়ে চুলের মাস্ক তৈরি করতে পছন্দ করতে পারে। ২ টেবিল চামচ আমলা পাউডার দিয়ে ২টি কাঁচা ডিম ফেটিয়ে হেয়ার মাস্ক হিসেবে লাগান।
উপাদান:
হলুদ, দুর্বাঘাস, গিলা, গোলাপের পাপড়ি, খুস, লোধ ফুলার আর্থ, চন্দন, কমলার খোসা ইত্যাদি।